ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জুটমিল শ্রমিকদের ১২০ ঘণ্টার কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
সিরাজগঞ্জে জুটমিল শ্রমিকদের ১২০ ঘণ্টার কর্মসূচি

সিরাজগঞ্জ: ৯ দফা মজুরি কমিশনের দাবিতে বছরের শুরুতেই টানা ১২০ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের শ্রমিকরা।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে শহরের রায়পুরে অবস্থিত জাতীয় জুটমিলের (সাবেক কওমী জুটমিল) ফিনিশিং গেটে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হবে।

 

সমাবেশে শ্রমিক নেতরা মজুরি কমিশন আইন বাস্তবায়ন, নিয়মিত বেতন পরিশোধ, শ্রমিক কল্যাণ ফান্ড তৈরিসহ জুটমিল শ্রমিকদের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।  

জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, ছানোয়ার হোসেন, খোদাবক্স আলী, আব্দুল বাসেত বাবু ও আওরঙ্গ আজিজ স্বপন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।