ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়পুরে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
রায়পুরে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর নিশান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর কাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিশান রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের বারেক বেপারীর ছেলে।

আটকেরা হলেন ওই এলাকার নূর মোহাম্মদ ও নোমান।

নিহতের স্ত্রী বিউটি আক্তার বলেন, গত রোববার (৬ জানুয়ারি) রাতে নূর ও নোমান তার স্বামী নিশানকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন নিশান। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যায় লোকজনের কাছে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ছুটে যাই।

রায়পুর  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।