ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাহিদের পদক্ষেপ এগিয়ে নেবেন দীপু মনি-নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
নাহিদের পদক্ষেপ এগিয়ে নেবেন দীপু মনি-নওফেল নিজ দফতরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী নওফেল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষার মানোন্নয়নে যে পদক্ষেপগুলো নিয়েছে তা উপমন্ত্রী নওফেলকে সঙ্গে নিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।  

মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দীপু মনি মঙ্গলবার (০৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
 
ডা. দীপু মনি বলেন, চেষ্টা করবো, সর্বাত্মক প্রচেষ্টা চালাবো প্রধানমন্ত্রী যে বিশ্বাস ও আস্থা আমাদের উপর রেখেছেন সেই বিশ্বাস ও আস্থা মর্যাদা রক্ষা করতে।

এই সরকারেকে জনগণ যেভাবে উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রত্যাশাও অনেক। সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রেও সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
 
‘সরকার গত ১০ বছরে বিরাট সাফল্য অর্জন করেছে সেই সফলতাগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে পরিবর্তন, পরিবর্ধন করা প্রয়োজন যা কিছু করা প্রয়োজন তা করা হবে,’ যোগ করেন তিনি।  
 
বিগত ১০ বছর শিক্ষা মন্ত্রলণালয়ের দায়িত্ব চালিয়ে এসেছিলেন সদ্য সাবেক হওয়া শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তবে এবার তার মতো অনেক জ্যেষ্ঠ নেতার স্থান হয়নি নতুন মন্ত্রিসভায়।  
 
এই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া তরুণ রাজনৈতিক নওফেলকে সঙ্গে রেখে ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের ইশতেহারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য শিক্ষাখাতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, অঙ্গীকারগুলো দিয়েছি সেই ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং চলছে সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করবো। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নে একযোগে কাজ করবো।
 
তিনি বলেন, আমি ও নওফেল ষোলোআনাই রাজনীতির মানুষ। আমরা গণমানুষের রাজনীতি করি। দলের ভেতরেও আমার সহযোদ্ধা ও একই জায়গায় কাজ করি। আমরা দলের মধ্যেও ভালো টিম, এখানে সেই টিমটা আরও বিস্তৃত। শিক্ষা মন্ত্রণালয় এবং যত ডালপালা আছে সবাইকে নিয়ে মনে করি শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা টিম হিসেবে কাজ করবো। সবার সহযোগিতার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।
 
নতুন শিক্ষামন্ত্রী বলেন, ইশতেহারে যে ২১টি অঙ্গীকার করা হয়েছে তার মধ্যে শিক্ষার মানোন্নয়নের বিষয়টি অন্যতম। শিক্ষাকে আমরা কত গুরুত্ব দিয়ে দেখছি সেটি তো গত বছরে আপনারা দেখেছেন। (প্রশ্ন ফাঁস নিয়ে) চ্যালেঞ্জ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই চ্যালেঞ্জ রয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
 
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে আমাদের দুজন বা দুজন সচিবের কতগুলো চোখ-কান যথেষ্ট না, সেখানে আপনাদেরও সহযোগিতা আমরা চাই, আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন, আমাদের সহযোগিতা করবেন আমরা যেন সঠিকভাবে কাজটি করতে পারি। ’
 
সাংবাদিকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, আমরা দুজনেই সমালোচনাকে অবশ্যই স্বাগত জানাবো এবং কোথায়ও আপনাদের পরামর্শ থাকলে আমাদের জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ বিবেচনায় সেগুলোকে নেবো।
 
এ সময় উপমন্ত্রী নওফেল বলেন, বিগত নির্বাচনের পরে বঙ্গবন্ধুকন্যা ও  জননেত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেছিলেন, আমরা সেই মানসিকতা নিয়ে এসেছি।
 
‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, ক্ষমতা নয় দায়িত্ব এবং সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করবো। অন্ততপক্ষে আপাতত আমরা এই মন্ত্রণালয়ে এসে প্রথমেই সেই অঙ্গীকারটি করতে চাই। দায়িত্বশীল আচরণের মাধ্যমে শেখ হাসিনা যে ইশতেহার দিয়েছেন তা বাস্তবায়নে সবাই এক সাথে কাজ করবো,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।