ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় দেয়ালচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বাঘায় দেয়ালচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে দেয়ালচাপা পড়ে রানী খাতুন (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানী খাতুন ওই গ্রামের আলাল উদ্দিনের মেয়ে।

সে পাকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে বাঘারা আড়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য কালাম মন্ডল বলেন, নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি ছিটাচ্ছিল রানী। এ সময় এক দেয়াল থেকে আরেক দেয়ালে উঠতে গিয়ে তা ভেঙে নিচে চাপা পড়ে রানী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আড়ানীর স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মৃত ঘোষণা করেন। পরে বাদ আসর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু বিস্তারিত কিছু জানেন না। কেউ থানায় অভিযোগও করেনি। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।