ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমি কৃষকের সন্তান, খাদ্য ব্যবসায়ী নই: খাদ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
আমি কৃষকের সন্তান, খাদ্য ব্যবসায়ী নই: খাদ্যমন্ত্রী  সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিয়ে নতুন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমি কৃষকের ঘরের সন্তান। ১৯৭৬ সাল থেকে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। তবে আমি খাদ্য ব্যবসায়ী নই। সততা ও নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রণালয়ের কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 

মঙ্গলবার (০৮ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয়।

এখানে খাদ্যের দাম দুই টাকা বাড়লে কিংবা কমলে দোষ হয়। তাই এখানে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। এজন্য আমি সবার সহযোগিতা চাই।  

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে করে যেতে চাই। তার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা চাই। ’ 

পড়ুন>>ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রণালয় ছাড়বেন না ভূমিমন্ত্রী

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা এখানে আসতে পেরেছি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমাদের ডাল-ভাত খাওয়ার সক্ষমতা হয়েছে। ভবিষ্যতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে আপনাদের অভিজ্ঞতা নিয়ে স্বচ্ছতার সঙ্গে এ মন্ত্রণালয় চালাতে চাই।

এ সময় খাদ্য সচিব শাহাবউদ্দিন আহমেদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলন।  

এর আগে মন্ত্রণালয়ে এলে নতুন খাদ্যমন্ত্রী সাধন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জিসিজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।