ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই শিশুকে শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
দুই শিশুকে শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের উদ্ধার দুই শিশুর মরদেহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় নিহত শিশু ফারিয়া ও নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে পুলিশের একজন কর্মকর্তা এমনটা বলেছেন।  

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘নিহত দুই শিশুর মরদেহের সুরত হাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আমাদের ধারণা, ওই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ’ 

তবে শিগগির এ বিষয়ে সাংবাদিকদের বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
 
এদিকে দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।  

হাসপাতালের ফরেনসিক মেডিকেল বিভাগীয় প্রধান ডা. মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, মৃত দুই শিশুর ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনের কথা জানিয়ে পুলিশের ডেমরা থানার ওসি সিদ্দিকুর জানান, নিহত নুসরাতের কপালে ও বাম চোখের উপরে এবং নাকের উপরে কালো দাগ আছে। আর ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালচে দাগ রয়েছে।

এর আগে সোমবার (০৭ জানুয়ারি) রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।