ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-খুলনা রেল রুটের পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওপরে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ হোসেন (২৬) নামে এক শ্রমিকে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৮ নম্বর গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী মনিরুজ্জামান মনির বাংলানিউজকে বলেন, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডারের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা রংয়ের কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ নম্বর গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শ্রমিক শরিফ হোসেন। এসময় সহকর্মীরা ফায়ার সার্ভিস ও হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঈশ্বরদী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে বলেন, পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৮ নম্বর গার্ডার কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার নির্ধারিত এলাকা। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯ 
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।