ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বছরের শুরুতেই দুদকে বড় পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
বছরের শুরুতেই দুদকে বড় পদোন্নতি

ঢাকা: নতুন বছরের শুরুতেই বড় পদোন্নতি পেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির ১৩ পরিচালক, ২৭ উপ-পরিচালক ও ৩৫ সহকারী পরিচালককে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

গত সোমবার (০৭ জানুয়ারি) দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন পৃথক আদেশে এই পদোন্নতিপত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ বিভাগ।  

উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. সফিকুর রহমান ভূঁইয়া, এ কে এম ফজলুল হক, মো. আব্দুল গফফার, মো. আব্দুল করিম, আব্দুল্লাহ আল জাহিদ, মোহাম্মদ মোরশেদ আলম, মো. কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মঞ্জুর মোরশেদ ও এসএম মফিদুল ইসলাম।

এছাড়া সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহম্মদ, অজয় কুমার সাহা, মোহা. নূরুল হুদা, বেগম রিজিয়া খাতুন, আশীষ কুমার কুণ্ডু, নাসির উদ্দিন আহমেদ, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মাহমুদুর রহমান, কামরুজ্জামান, মো. মশিউর রহমান, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকতার মনি, মো. জাহাঙ্গীর আলম, মো. জাকারিয়া, মো. মোস্তাফিজুর রহমান, আবু হেনা আশিকুর রহমান, মো. নাজমুল হাসান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. হাফিজুল ইসলাম, দেবব্রত মন্ডল, মো. নুর-ই আলম ও মো. নাজমুচ্ছায়াদাত।

অন্যদিকে উপ-সহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হলেন যারা- আবু বকর সিদ্দিক, মোস্তফা বোরহান উদ্দিন আহম্মদ, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, মোহাম্মদ মোশাররফ হোসেন, মেফতাহুল জান্নাত, ‍মো. রফিক ‍উদ্দিন খান, সরদার মঞ্জুর আহম্মদ, মো. আকবর আলী, মো. ইসমাইল হোসেন, মো. সিরাজুল হক, সিলভিয়া ফেরদৌস, মুহাম্মদ জয়নাল আবেদীন, তরুণ কান্তি ঘোষ, রাফি মোহাম্মদ নাজমুস সাদাৎ, ফাতেমা সরকার, তানভীর আহমদ, মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, মো. মাহফুজ ইকবাল, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, মো. আতাউর রহমান সরকার, মানসী বিশ্বাস, আবদুল কাদের ভুইয়া, মো. আবুল বাশার, সোহানা আক্তার, ওমর ফারুক, মাহবুবুল আলম, মো. মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবীর, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া ও মো. রুহুল আমীন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।