ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬ মাসেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
৬ মাসেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপ  ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কোটি টাকা মূল্যের ভাসমান ওয়ার্কশপটি ডুবে যাওয়ার ছয় মাস পার হলেও উদ্ধার করা হয়নি। এতদিনেও ভাসমান ওয়ার্কশপটি উদ্ধার না হওয়ায় এর মূল্যবান যন্ত্রাংশ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।

ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপটি দ্রুত উদ্ধারে কোনও তৎপরতা দেখা যাচ্ছে না। গত বছরের ৬ জুন সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে ওয়ার্কশপটি ডুবে যায়।

 

জানা গেছে, লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে পারাপারে নষ্ট হয়ে যাওয়া ফেরি ও লঞ্চ মেরামত করতে কোটি টাকা মূল্যের ‘এফএম কামার হাটি ঘাটি’ নামে ভাসমান ওয়ার্কশপটি আনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রায় ১০ বছর ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীর তীরে ভিড়িয়ে রাখা হয় ভাসমান ওয়ার্কশপটি। প্রয়োজনে ওই রুটে কর্তৃপক্ষ এটি ব্যবহার করতেন।

স্থানীয়রা বলছেন, ডুবে যাওয়ার ছয় মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু ভাসমান ওয়ার্কশপটি উদ্ধারে প্রয়োজনীয় কোনও তৎপরতা চোখে পড়েনি।

লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস রুটের মজু চৌধুরীর হাট ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) মো. হারুন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপটি উদ্ধারে ঘটনাস্থল জরিপ করেছে। যার চূড়ান্ত প্রতিবেদনে জানা যাবে উদ্ধারের বিষয়টি।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।