ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
মেহেরপুরে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) দিনগত রাত থেকে রোববার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম সূত্র জানায়, মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে জিআর, সিআর, নিয়মিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মামলায় আদালতের পরোয়ানাভুক্ত গাংনী উপজেলার সাত জন, মেহেরপুর সদর থানার দুইজন ও মুজিবনগর থানার দুইজনকে  গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেনন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে বিভিন্ন থানায় মামলায় থাকায় তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।