ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ফেন্সিডিলসহ রেলের বুকিং সহকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
খুলনায় ফেন্সিডিলসহ রেলের বুকিং সহকারী আটক ...

খুলনা: খুলনায় ৩৬ বোতল ফেন্সিডিলসহ দৌলতপুর রেলস্টেশনের বুকিং সহকারী এনামুল হককে আটক করা হয়েছে। 

শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে দৌলতপুর রেলস্টেশন এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, সন্ধ্যায় দৌলতপুর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হককে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বুকিং সহকারী এনামুল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা,  জানুয়ারি ০৫, ২০১৯
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।