ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিপিএলের ম্যাচ নিয়ে জুয়া, ১২ জনকে দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বিপিএলের ম্যাচ নিয়ে জুয়া, ১২ জনকে দণ্ড ...

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ চলাকালে মিরপুরে জুয়ার দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের দর্শক সারি ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, আটক ১২ জনের মধ্যে দুই জনকে ৭ দিনের কারাদণ্ড ও বাকি ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আটকরা সবাই বিপিএলের খেলা চলাকালে বিভিন্ন অঙ্কের অর্থ বাজি ধরে জুয়ায় অংশ নেন। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইমরুল হাসান।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।