ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
সৈয়দপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত লাইলি বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (০৫ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাইলি বেগম পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

জানা যায়, শুক্রবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল লাইলি বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।