ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
সুবর্ণচরের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মানববন্ধন বক্তব্য রাখছেন বক্তারা। ছবি: শাকিল

ঢাকা: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। 

শনিবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়।  

বক্তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দেওয়ায় চার সন্তানের জননীকে বেদম মারধর ও গণধর্ষণ করে একদল নরপিশাচ।

 

এখনও নির্দেশদাতাকে এজাহারে তালিকাভুক্ত করতে পারেনি পুলিশ। অবিলম্বে নির্দেশদাতাকে এজাহারভুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।  

এসময় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য নুরজাহান বেগম, প্রীতিলতা প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।