ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
পত্নীতলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু নওগাঁর মানচিত্র

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ইজিবাইকের ধাক্কায় বাদল চন্দ্র (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শম্ভুপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাদল চন্দ্র উপজেলার শম্ভুপুর গ্রামের মৃত রাম চন্দ্রের ছেলে।

 

স্থানীয়রা জানান, রাতে শম্ভুপুর বাজার থেকে হেঁটে বাড়িতে আসছিলেন বাদল চন্দ্র। এসময় একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বাংলানিউজকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।