ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির উজ্জ্বল নক্ষত্র’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
‘সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির উজ্জ্বল নক্ষত্র’

রাজশাহী: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে এক বার্তায় তিনি এ শোক জানান।  

শোকবার্তায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। ’

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে লিটন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের অসামান্য অবদান এবং ১/১১ এর সময় তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে। আমি বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ’

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলামের জীবনাবসান ঘটে। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।