ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একান্ত সাক্ষাৎকারে হর্ষ বর্ধন শ্রিংলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
একান্ত সাক্ষাৎকারে হর্ষ বর্ধন শ্রিংলা ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ফাইল ফটো

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় যোগ দেওয়া এই রাষ্ট্রদূত এখানে তিন বছর দায়িত্ব পালন করেছেন। এবার তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। 

যুক্তরাষ্ট্রে ভারতের দূত হয়ে আগামী সপ্তাহে ঢাকা ত্যাগ করছেন শ্রিংলা।  

তার সময়ে ঢাকা-দিল্লির সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তার কূটনীতিতে সোনালি যুগে প্রবেশ করেছে দু’দেশের সম্পর্ক। সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের নানা অবকাঠামো ও ব্যবসা খাতেও বিনিয়োগ বেড়েছে দেশটির।  

দু’দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে অবিরল চেষ্টা করেছেন শ্রিংলা। একই সঙ্গে দেশের নানা প্রান্তে ভারতীয় অর্থায়নে পরিচালিত নানা প্রকল্প দেখভাল করতেও ছুটে বেড়িয়েছেন দেশজুড়ে।  


বাংলাদেশ ত্যাগের আগে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে একান্তে কথা বলেন ভারতের এই বিদায়ী হাইকমিশনার। আলাপে দু’দেশের মধ্যে সম্পর্কের পাশাপাশি ভবিষ্যতের বিভিন্ন বিষয়াদিও উঠে আসে।  

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।