ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
সৈয়দ আশরাফের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।  

শোক বার্তায় পরিকল্পনামন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি তার পরিবার-পরিজন, সন্তানসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান তিনি।  

এর আগে বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় সেখানকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।   

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।