ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দু’দল মাদক বিক্রেতার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
দু’দল মাদক বিক্রেতার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

মেহেরপুর:  মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় একটি ওয়ানশ্যুটার গান ও  ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত (২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ধারণা করছে মাদক নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে একটি লিচু বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।