ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নূরের প্রচারণা অফিস পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
নূরের প্রচারণা অফিস পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৩

নীলফামারী: আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান নূরের (নৌকার) প্রচারণা অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী মাঝাপাড়া গ্রামে (১ নম্বর ওয়ার্ড) এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


 
আটকরা হলেন- রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ (৫২), শিবির কর্মী মামনুর রশিদ (২০) ও মোহাম্মদ আলী (১৯)।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ওই গ্রামের জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের প্রচারণা অফিস পুড়িয়ে দেয়।  

প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান (৩২) বলেন, আমার মুদিখানার দোকান ওই অফিস ঘরের পাশে। আমি রাতে ঘুমানোর পর রাত আড়াইটার দিকে অফিস ঘরে আগুন দেখতে পাই। তারপর আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কাদের সম্রাট বলেন, এলাকাটি জামায়াত প্রবন হওয়ায় তাদের দাপটে আমরা ভীত থাকি।  

তিনি দাবি করেন, ঘটনার রাত আড়াইটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা আমাদের প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।  

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।  

চলতি মাসের ৯ তারিখ আসাদুজ্জামান নূর প্রচারণা অফিসটি উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।