ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
নীলফামারীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত 

নীলফামারী: নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পলাশবাড়ী ডায়াবেটিস হাসপাতালে এসে চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন আইনুল ও তার স্ত্রী। পথে জেলা সদরের ডোমার সড়কে পলাশবাড়ী কলেজের সামনে পৌঁছালে মেহেদী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান মজিদা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।