ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩ হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১০টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- হক সাব (২৮), আবদুল মোতালেব (৫৩) ও মো. কামরুল ইসলাম।

তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে এক ধরনের মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের মাধ্যমে নির্বাচনকে পন্ড করে দেওয়ার চক্রান্ত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।