ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নওগাঁ: প্রায় নয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।  

>>>আরো পড়ুন...সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার পৌঁতা রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

 

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম বাংলানিউজকে জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে এসব রুটে রেল চলাচল সাময়িক বন্ধ ছিলো। পরে উদ্ধারকারী ট্রেন দিয়ে বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।