ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার গাংনীতে গৃহবধূর মরদেহ। ছবি : বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের একটি পুকুরের পাশের জঙ্গল থেকে মরিয়ম খাতুন (৩২) নামে এক গৃবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার সময় পিরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মরিয়ম খাতুন কাজীপুর গ্রামের সর্দারপাড়া এলাকার সবুজ মিয়ার স্ত্রী।

নিহতের বড় মেয়ে জানান, মোবাইল ফোনে কল পেয়ে তার মা রাতে বাড়ির বাইরে যান। এরপর আর ফিরে আসেননি।

পিরতলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএমইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।