ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মনপুরায় গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
মনপুরায় গ্রেফতার ৬ প্রতীকী ছবি

ভোলা: ভোলার মনপুরায় অভিযানে চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহজাহান, সীমান্ত হেলাল, খোকন, শরীফ হোসেন, আবদুর রহমান বিপ্লব ও জাকির হোসেন।  

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী বাংলানিউজকে বলেন, গ্রেফতাররা পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি হাজিরহাট বাজারে ফলের দোকান সরানোর সময় পুলিশ-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে অর্ধশতাধিক ব্যবসায়ী ও ইটের আঘাতে ওসিসহ ১১ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।