ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাওয়া ক্লাবের নতুন সভাপতি নুরুল আফসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
রাওয়া ক্লাবের নতুন সভাপতি নুরুল আফসার মেজর (অব.) খন্দকার নুরুল আফসার। ছবি-সংগৃহীত

ঢাকা: রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাব এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মেজর (অব.) খন্দকার নুরুল আফসার।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাওয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব।

এবারের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন খন্দকার নুরুল আফসার।  

আফসার গ্রুপের সভাপতি এবং এক্সিম ব্যাংকের পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন মেজর (অব.) খন্দকার নুরুল আফসার।  

বাংলাদেশ সময়: ০৪৪৮ ডিসেম্বর ২২, ২০১৮
এসএইচএস/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।