ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সাদুল্লাপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বাবা-মা বকাঝকা করায় অভিমান করে নুশরাত রাফা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ছত্রগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুশরাত একই গ্রামের হাফিজার রহমানের মেয়ে।

সে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, বুধবার (১৯ ডিসেম্বর) রংপুর পুলিশ লাইন স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে টিকতে পারেনি নুশরাত। এ নিয়ে বাবা-মা বকাঝকা করায় ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।