ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ ছায়া রানী হরিদাসি (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে মা ও সকাল ১০টার দিকে মেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন। বাকি সাতজন ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

** ফতুল্লায় দগ্ধ ৯ জনের কেউই আশঙ্কামুক্ত নয়​
** ফতুল্লায় আগুন লেগে দগ্ধ একজনের মৃত্যু
** ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।