ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত কুয়াশায় ফেরি চলাচলের ছবি/ সংগৃহীত

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোর থেকে প্রায় দুই ঘণ্টা কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের পদ্মানদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে নৌপথের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে পরে।

ফলে দুর্ঘটনা এড়াতে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কিছুটা কমলে কাঁঠালবাড়ী ঘাট থেকে দু’টি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।  

এদিকে মাঝ পদ্মায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি কুয়াশার কারণে নোঙর করে ছিলো বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টা থেকে লঞ্চ চলাচল করলেও কুয়াশার কারণে ঘাট ছেড়ে যায়নি কোন লঞ্চ। তবে সোয়া সাতটার দিকে কুয়াশা কিছুটা কমলে শিমুলিয়ার উদ্দেশে লঞ্চ কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে গেলেও মাঝ পদ্মায় কুয়াশা থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া স্পিডবোটগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, কুয়াশার কারণে কিছু সময় ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কিছুটা কমলে কাঁঠালবাড়ী ঘাট থেকে দু’টি ফেরি যানবাহন নিয়ে ছেড়ে গেছে। তাছাড়া মাঝ পদ্মায় কুয়াশা থাকায় চলাচলরত ফেরিগুলো ধীরগতিতে চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।