ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২ ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মাদারীপুরে ২ ট্রাকে আগুন ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর শহরের  চানমারী মোড়ে সড়কে পার্ক করা দু’টি ট্রাকে আগুন লেগেছে। 

বুধবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দিনগত রাতেও শহরের চানমারী মোড়ে ট্রাক দু’টি রেখে বাড়ি চলে যান চালকরা।

এর কাছেই নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের বাসা। ভোরে হঠাৎ ট্রাক দু’টিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। তবে তারা কাউকে অগ্নিসংযোগ করতে দেখেননি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত একটি ট্রাকের মালিক মাদারীপুরের তুরাণ মোটরস, অন্যটির মালিক মো. হাবিবুর রহমান। ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান বলেন, কীভাবে আগুন লাগলো বলতে পারছি না।

মাদারীপুর পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রতিদিনই রাতে ট্রাকগুলো সড়কের পাশে রাখা হয়। ভোরে দুই ট্রাক আগুনে জ্বলতে থাকে। তবে আগুন লাগার কারন জানা যায়নি। তবে ঘটনাটি নাশকতা বলে মনে হচ্ছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, আগুনে দু’টি ট্রাক পুড়ে গেছে। এটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯,২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।