ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় হামিদুল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোস্তাকিম (২০) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জি জি বিশ্বাস জানান, মোটরসাইকেল চালিয়ে দুই যুবক আগারগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলে হামিদুলের মৃত্যু হয়। আহত অবস্থায় মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, তারা দুইজনই বাণিজ্য মেলা মাঠে প্যান্ডেল তৈরির কাজ করেন বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। হামিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।