ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে আইনজীবী ঐক্যফ্রন্টের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
বরিশালে আইনজীবী ঐক্যফ্রন্টের বিক্ষোভ-মিছিল আইনজীবী ঐক্যফ্রন্টের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

বরিশাল: সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা আইনজীবী ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বব থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি ফজলুল হক এভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইনজীবী সমিতি চত্বব গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ অন্যান্য আইনজীবীরা।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ দেশব্যাপী হামলা মামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মধ্যদিয়ে এর জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।