ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৮২২ বোতল ফেনসিডিলসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
গাজীপুরে ৮২২ বোতল ফেনসিডিলসহ আটক ৬ র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার মাছিমপুর স্টেশন রোড এলাকা থেকে ৮২২ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

আটকরা হলেন- মো. ইমরান হোসেন (৩০), মো. মনির হোসেন (৩৫), মো. এজাজুল হক (৫৫), মো. পিয়ারুল ইসলাম (৩৫), মো. সজিব হোসেন (২৬), মো. দবির হোসেন (৩৩) ও মো. সুমন মিয়া (৩৭)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারওয়ার-বিন-কাশেম জানান, সোমবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাব-১’র একটি দল টঙ্গী পূর্ব থানার মাছিমপুর স্টেশন রোড এলাকা অভিযান চালায়। এ সময় ৮২২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯টি মোবাইল, মাদক বিক্রির ৯৬ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনের একটি ট্রাক জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলার দায়ের করা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।