ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এনবিআর চেয়ারম্যান হচ্ছেন শুভাশীষ বসু!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনবিআর চেয়ারম্যান হচ্ছেন শুভাশীষ বসু!

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর এর সংশ্লিষ্ট একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্রগুলোর দাবি, এরই মধ্যে বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন।

কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। তবে তা প্রক্রিয়াধীন।  

সূত্র বলছে, এনবিআর-এর বর্তমান চেয়ারম্যান মো. নজিবুর রহমান পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শুভাশীষ বসু।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮২ সালে কর ক্যাডারে যোগ দেন শুভাশীষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  
 
কর্মজীবনে দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।  

পদোন্নতি পেয়ে ২০১৭ সালের ১ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেন। এরপর ১ মার্চ যোগ দেন বাণিজ্য মন্ত্রণালয়ে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।