ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে বাসের নিচে চাপা পড়ে বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
নাটোরে বাসের নিচে চাপা পড়ে বাবা-মেয়ে নিহত

নাটোর: নাটোরে বাসের নিচে চাপা পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকার নাটোর-রাজশাহী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা নুরুল ইসলাম (৪২) ও তার মেয়ে মুরশেদা খাতুন (১২)।

তার শিশু সন্তান তামিম (০৪) আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে নুরুল ইসলাম তার ছেলে-মেয়েকে নিয়ে বনবেলঘড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। তারা কান্দিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে মুরশেদা ঘটনাস্থলেই মারা যায় এবং নুরুল ইসলাম ও তামিম গুরুতর আহত হন। পরে বাবা-ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে নুরল ইসলাম মারা যান।

নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শিশু তামিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।