ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় মাকে গলাকেটে হত্যা, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সলঙ্গায় মাকে গলাকেটে হত্যা, ছেলে আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মা জহুরা বেগমকে (৫৫) গলাকেটে হত্যা করেছে তার ছেলে টুটল (২৫)। এ ঘটনার পর টুটলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামে এ ঘটনা ঘটে। জহুরা বেগম ওই গ্রামের জাবেদ মণ্ডলের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে টুটুলের হাতে রক্তমাখা বটি দেখে স্থানীয়রা তাকে আটক করে। এসময় বাড়ির ভেতরে তার মা জহুরা বেগমকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে জানান, জহুরা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত টুটুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।