ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, বাস্তবায়ন অনুবিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনক্রমে  বস্ত্র পরিদফতরকে বস্ত্র অধিদফতরে উন্নীত করে বুধবার (২৭ ডিসেম্বর) আদেশ জারি করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, অধিদফতরে রূপান্তরের ফলে মহাপরিচালকের ১টি পদ ও পরিচালকের ৩টি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া নতুন ৩টি জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে নতুন শাখা অফিস খোলা হবে। এর ফলে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে  বস্ত্র অধিদফতরের কাজের গতি আসবে। বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশে এ পরিদফতটিকে অধিদফতরে রূপান্তর করা হল। এর ফলে কর্তৃপক্ষের কাজ দ্রুত হবে, দক্ষ জনবল তৈরির কাজ বৃদ্ধি পাবে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।