ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ৪ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
দাউদকান্দিতে ৪ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার অস্ত্রের একাংশ/ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের নারায়নদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তা থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্কুলটি দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র।

সেখানে এখন ভোটগ্রহণ চলছে।

কুমিল্লা পুলিশের পরিদর্শক নাজমুল আহসান বিষয়টি বাংলানিউজকে জানান।  

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি, চায়নিজ কুড়াল, রাম দা, ছুরি, হকিস্টিক, বেজবল ব্যাট প্রভৃতি।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অস্ত্রগুলো কীভাবে এলো বা কোথায় যাচ্ছিলো তারও কোনো হদিস মেলেনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।