ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে সেই ঢল নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে সেই ঢল নেই বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের সাজসজ্জা

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় হিসেবে ক্লাসিকেল মিউজিক ফেস্টখ্যাত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব ২৬ ডিসেম্বর শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে। তবে এবারের আয়োজনে সেই আগের ঢল নেই।

বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে ধানমন্ডির এ মাঠে গিয়ে দেখা গেছে, ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বাইরের দিকে। আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

তবে নেই মানুষের তেমন ঢল।

রাজধানী আর্মি স্টেডিয়ামে এর আগে পাঁচ বছর আয়োজিত হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎস। এবারই প্রথম ভেন্যু পরিবর্তন হয়েছে। আগে প্রতিবারই মানুষের ঢল দেখা গেছে, যা এবার নেই। আবাহনি মাঠের বাইরেও তেমন লোকের ভিড় নেই।
 
বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে আগত লোকজনআগতরা বলছেন, যোগাযোগ ব্যবস্থাই এর মূল কারণ। কেননা, আর্মি স্টেডিয়ামে খুব সহজেই যাতায়াত করা যেত। কিন্তু আবাহনি মাঠে সরাসরি বাসে যাওয়া যায় না। যে কারণে অনেকেই উৎসাহ দেখাচ্ছেন না।
 
উত্তরার বাসিন্দা আকবর হোসেন প্রতিবারই বন্ধুদের সঙ্গে এ অনুষ্ঠান দেখতে আসেন। তবে এবার তার‍ বন্ধুরা আসেননি।
 
পুরান রামপুরার ওবায়েদ রহমানেরও একই কথা-যাতায়াতই প্রধান সমস্যা।
 
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ইইউডি/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।