ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কলেজের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
দিনাজপুরে কলেজের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

দিনাজপুর কে বি এম কলেজের ছাদ থেকে পড়ে পলাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর কে বি এম কলেজের ছাদ থেকে পড়ে পলাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মৃত পলাশ জেলার খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, সোমবার (২ জানুয়ারি) বিকেলে কে বি এম কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।