ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
মুন্সিগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে একটি কারখানা থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল ও সরঞ্জাম জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিকের অনুপস্থিতিতে ফ্যাক্টরির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল রামপালের সিদ্দিক মিয়ার ‘ভাণ্ডারি ফিসিং নেট’ জালের ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১১ ভাগ্যকুল ইনচার্জ এএসপি ইকবাল হোসেন ও মৎস্য বিভাগের কর্মকর্তা খামার ব্যবস্থাপক শাহজাহান আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।