ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতির মামলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গ্রেফতার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
দুর্নীতির মামলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: দুর্নীতির মামলায় কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতালেব মোল্ল্যাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ জানুয়ারি) দুপুরে দুদক রংপুর বিভাগের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদারের নেতৃত্বে একটি দল কুড়িগ্রাম সার্কিট হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মো. মোজাহার আলী সরদার বাংলানিউজকে জানান, ভুয়া প্রকল্প দেখিয়ে চারটি প্রকল্পের ১ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলায় মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। রংপুরে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের হয়।


 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, মোতালেবকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসজে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।