ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পৃথকস্থান থেকে ২টি মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
আশুলিয়ায় পৃথকস্থান থেকে ২টি মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় পৃথকস্থান থেকে খাদিজা আক্তার সুমা (১৬) ও মোখলেসুর (৪১) নামে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ জানুয়ারি) রাত সারে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকা থেকে সুমা ও রাত পৌনে ৯টার দিকে গোসাইল এলাকা থেকে মোখলেসুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সুমা আশুলিয়ার চিত্রশাইল এলাকার খোকন মিয়া মেয়ে।

সে গাজীরচট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলো।

মোখলেসুর জয়পুরহাট জেলার আক্কলপুর থানার দোপাইপুরি গ্রামের আবু ঈসাকের ছেলে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, রাতে পৃথকস্থান থেকে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে সুমা ও মোখলেসুর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।