ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৩২শ’ পিস মেমোরি কার্ড জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
শাহজালালে ৩২শ’ পিস মেমোরি কার্ড জব্দ তিন হাজার ২শ’ পিস জব্দকৃত মেমোরি কার্ড- ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (১ জানুয়ারি) গ্রিন চ্যানেল থেকে এসব মেমোরি কার্ড জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য জানান।


 
তিনি জানান, দুপুর ২টার দিকে ব্যাংকক থেকে মুন্সীগঞ্জের হাবিবুর রহমান নামে এক যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগ তল্লাশি করা হয়।
 
এসময় ব্যাগে লুকায়িত অবস্থায় ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবির ৩ হাজার ২০০ পিস মেমোরি কার্ড জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ বিষয়ে মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।