ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
গাইবান্ধায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ গাইবান্ধায় শীতার্তদের মধ্যে নিরন্নের কম্বল বিতরণ

গাইবান্ধার ছান্দিয়াপুর বাজ‍ারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ‘নিরন্ন’ নামের একটি সংগঠন।

ঢাকা: গাইবান্ধার ছান্দিয়াপুর বাজ‍ারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ‘নিরন্ন’ নামের একটি সংগঠন।

রোববার (০১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোতাহের হোসেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া এ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত পাঁচ বছর ধরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে ।

অনুষ্ঠান শেষে নিরন্নের উদ্যোক্তা এইচ এম মঞ্জুরুল হক মুরাদ পরবর্তীতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।