ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে দুইটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
গৌরনদীতে দুইটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন গৌরনদীতে দুইটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠি নবদ্বীপ পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বয়সা শান্তিলতা পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল: বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠি নবদ্বীপ পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বয়সা শান্তিলতা পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরআলম সেরনিয়াবাদ প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় দুইটি উদ্বোধন করেন।

বয়সা শান্তিলতা পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অমূল্য রতন সরকার।

অপরদিকে, আহম্মদকাঠী নবদ্বীপ পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।