ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মিয়া (২৬) নামে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনিয়াজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উজ্জ্বল একই এলাকার মো. মোহন মিয়ার ছেলে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বাড়ির পাশের পুকুরে পানি তুলছিলেন উজ্জ্বল। এসময় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান তিনি। এ অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।