ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে দুই ভারতীয় নাগরিক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
হিলিতে দুই ভারতীয় নাগরিক আটক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১৭ নম্বর সাব পিলারের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের হিলি থানার ধরন্দা এলাকার শ্রী গোপাল কুণ্ডুর ছেলে মনোজ কুণ্ডু (১৮) এবং একই এলাকার স্বর্গীয় শ্যামল দাসের ছেলে বাবু সোনা দাস (১৮)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করে বিজিবি।

পরে তাদের হাকিমপুর থানায় হাজির করলে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।