ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ফুফু-ভাতিজা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ফুফু-ভাতিজা আটক

বগুড়া: বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) একটি দল। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও জব্ধ করা হয়।



মঙ্গলবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে বুধবার (০৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জানান শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আটককৃতরা হলেন, শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের জমসের আলীর মেয়ে নাসরিন আক্তার (২৫) ও একই গ্রামের আজিজ মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (২৩)। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে দশ লাখ টাকা বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপণ সংবাদের ভিত্তিতে ধুনটমোড় এলাকা থেকে নাসরিন আক্তার ও তার সহযোগী সাইফুল ইসলামকে আটক করে। বগুড়াগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে নামার পরপরই তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ-তল্লাশি করে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
বুধবার দুপুরে মালামালসহ আটককৃতদের শেরপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইলিয়াস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন বলেও জানান মিজানুর রহমান।  
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।