ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে হত্যা মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
কক্সবাজারে হত্যা মামলার আসামি আটক ছবি: প্রতীকী

কক্সবাজার: সদর উপজেলার খুরুশকূলে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ী আবছার উদ্দিন (২৫) হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে খুরুশকূল বাজার থেকে শামসুল আলম (২৮) নামে ওই আসামিকে আটক করা হয়।

তিনি স্থানীয় নুর মোহাম্মদের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ অভিযান চালিয়ে শামসুল আলমকে আটক করে। তাকে আবছার উদ্দিন হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়েছে।

২০১৪ সালের ২১ ডিসেম্বর ভোররাতে খুরুশকুল গুচ্ছগ্রাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আবছার উদ্দিন। তিনি বঙ্গবন্ধু বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা ছুফিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।